অনলাইন সংস্করণ
১৩:২৬, ১৫ অক্টোবর, ২০২৫
চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আনিসুল হক, সালমান এফ রহমানসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।
এদিন সকালে মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক মন্ত্রী আনিসুল হক, দীপু মনি, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-এলাহী চৌধুরী, একাধিক সচিব, সাবেক মন্ত্রী ও সাবেক সাংসদসহ মোট ৪৫ জন আসামিকে। পরে আওয়ামী লীগ ও সরকারঘনিষ্ঠ শীর্ষ ১৬ আসামিকে এজলাসে তোলা হয়। এরপর তাদের বিরুদ্ধে তদন্ত ৮ জানুয়ারির মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।