অনলাইন সংস্করণ
১৭:২৭, ১৫ অক্টোবর, ২০২৫
পূর্বাচলে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা পৃথক তিন মামলায় আরও ১২ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে তিন মামলায় মোট ৬৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে তারা সাক্ষী দেন।
এরপর আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করেন।
এদিন, শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে করা মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। শেখ হাসিনা, পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় মামলাটিতে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন। এছাড়া, শেখ হাসিনা, জয়সহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষী দিয়েছেন দুইজন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ছয়টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ (পুতুল), বোন শেখ রেহানা, রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ও অপর মেয়ে আজমিনা সিদ্দিকসহ আরও অনেককে আসামি করা হয়।
সব মামলায় ইতোমধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলার অভিযোগপত্রে বলা হয়, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসিক এলাকার ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রোডে ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন।