অনলাইন সংস্করণ
১৮:৪৫, ১৬ অক্টোবর, ২০২৫
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই হত্যাকাণ্ডের কিছু বিচার কাজ শেষ হবে। তবে তড়িঘড়ি করে বিচার সম্পন্ন করলে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়া আইনজীবী সমিতির পদ্মা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, আদালতগুলোতে মামলা জট কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর সুফলও পাওয়া যাচ্ছে।
তিনি শহিদ আবরার ফাহাদ হত্যা মামলার দ্রুত নিষ্পত্তি প্রসঙ্গে বলেন, ‘আসামিপক্ষ আপিল বিভাগে গেছেন, আশা করা যায় শিগগিরই বিষয়টি সমাধান হবে।’
এছাড়া আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির ভবন ও অন্যান্য সমস্যার সমাধানের আশ্বাস দেন।
সভায় কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদের সভাপতিত্বে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার রাগিব চৌধুরী, সাধারণ সম্পাদক শাতিল মাহমুদসহ অন্যান্য আইনজীবীরা বক্তব্য রাখেন।