ঢাকা রোববার, ২১ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ছায়ানটে হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ছায়ানটে হামলার ঘটনায় অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ধানমন্ডি মডেল থানায় মামলা করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার (২০ ডিসেম্বর) রাতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে মামলাটি করেন।

ছায়ানট কর্তৃপক্ষের তথ্যমতে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতে একদল দুর্বৃত্ত ছায়ানট প্রাঙ্গণে প্রবেশ করে। এ সময় তারা সিসিটিভি ক্যামেরা, আসবাবপত্র, তবলা, হারমোনিয়াম, বেহালা সহ বিভিন্ন বাদ্যযন্ত্র ও কক্ষ ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ চালায়। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

ঘটনার পর ছায়ানট পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকী। তিনি সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর ডেইলি স্টার, প্রথম আলো এবং ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ছায়ানট,সাংস্কৃতিক সংগঠন,হামলা,মামলা,ধানমন্ডি মডেল থানা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত