ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ আসামি গ্রেপ্তার

ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও ২ আসামি গ্রেপ্তার

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজাহারনামীয় আসামি।

এর আগে, গতকাল (শুক্রবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট সতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোহাগ হত্যা,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত