রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ জুলাই) সকালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, রাজিব ও সজিব। দুজনই এ মামলার এজাহারনামীয় আসামি।
এর আগে, গতকাল (শুক্রবার) দিবাগত রাতে অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। সোহাগ হত্যার ঘটনায় এখন পর্যন্ত মোট সতজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।