সাতক্ষীরার তালায় পারিবারিক বিরোধের জেরে মাদকাসক্ত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের মা পারুল বেগম-কে আটক করেছে পুলিশ।
নিহত হাবিবুর মোড়ল (৩০) আটারই গ্রামের মৃত আব্দুল্লাহ মোড়লের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।
প্রতিবেশীরা জানায়, নিহত হাবিবুর রহমান মাদকাসক্ত ছিলেন। প্রায়ই নানা কারণে পরিবারের সদস্যের সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো। হাবিবুর রাতে মোটরসাইকেল কিনে দেওয়ার দাবি করলে বিরোধের সূত্রপাত ঘটে। এক পর্যায়ে তার স্ত্রী শান্তা খাতুন ও মা পারুল বেগমের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন হাবিবুর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈনুদ্দীন জানান, পুলিশ মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের মা পারুল বেগমকে আটক করেছে পুলিশ।