কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কুঠি চন্দ্রখানা এলাকা থেকে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে ঐ এলাকা থেকে ৫০২ পিস ইয়াবা সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ আশরাফ আলী (৫০) ও মোঃ শহিদুল ইসলাম (৪০)। এরা দুজনেই কুঠি চন্দ্রখানা এলাকার স্থায়ী বাসিন্দা।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামি দুজন দীর্ঘদিন ধরে অবৈধ মাদকদ্রব্য ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে। মাদক চোরাকারবারির সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান অব্যহত রয়েছে। সেই সাথে কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।