ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ীতে গণধর্ষণ মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর সদর থানায় দায়ের হওয়া এক গণধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. রাজা (২৭)-কে ফরিদপুরের কোতোয়ালি থানাধীন গজারিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত মো. রাজা রাজবাড়ী সদর উপজেলার বড়দোয়াল গ্রামের মো. নিলুর ছেলে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ মে সন্ধ্যায় ভুক্তভোগী (২২) ও তার বান্ধবীকে আসামি রাজা ও তার সঙ্গী রিয়াজ মোটরসাইকেলে করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকার একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। রাতের খাবার শেষে ফেরার পথে রাত ১০টা ৩০ মিনিটের দিকে মোহাম্মদপুর গ্রামের একটি কলা বাগানে নিয়ে গিয়ে তারা ভুক্তভোগীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

পরদিন (২৯ মে) ভুক্তভোগী নিজেই রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি রুজু হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(৩) ধারায়।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) শামীম হাসান সরদার আজ (২৫ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-১০ এর অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র পাঠান। এরপর গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে রাজার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গণধর্ষণ,আসামি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত