
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রামে মাত্র ২৪৭ টাকা বাকি চাওয়াকে কেন্দ্র করে এক নারী দোকানদারের ওপর হামলা, দোকান ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থলে দোকানদারকে হত্যার হুমকিও দেন বলে দাবি করেছেন ভুক্তভোগী।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বালিয়াকান্দি থানায় এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
অভিযোগকারী পূর্ণিমা রায় (৩৫) ওই এলাকার নরেশ রায়ের স্ত্রী।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বুল খান (২৫) একই গ্রামের বাসিন্দা সলেমান খানের ছেলে। তিনি পূর্ণিমার দোকানের নিয়মিত ক্রেতা। তিনি প্রায় প্রতিদিন দোকান থেকে পণ্য বাকিতে নিতেন। তার কাছে ২৪৭ টাকা বাকি ছিল। সোমবার (২৮ জুলাই) দুপুরে পূর্ণিমা রায় সেই টাকা চাইলে রাব্বুল ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পূর্ণিমা রায়ের ভাষায়, “দুপুর ১২টার দিকে সে দোকানে এসে আবারও সিগারেট বাকিতে চাইলে আমি দিতে অস্বীকার করি। তখনই সে আমাকে গালিগালাজ শুরু করে। আমি প্রতিবাদ করলে দোকানের ভেতরে ঢুকে মালামাল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করে এবং ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা নিয়ে যায়।”
তিনি আরও জানান, “রাব্বুল আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বলেন, ‘পুলিশে গেলে তোকে খুন করে ফেলবো।’”
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, “ঘটনার পর ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”