
কিশোরগঞ্জে আওয়ামী লীগের এক প্রবীণ নেতার মৃত্যুর পর শোক জানাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
এর আগে, গতকাল বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়াবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।
মারা যাওয়া রাজনৈতিক নেতা মো. শাহজাহান লস্কর (৭২) ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য এবং সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি। তিনি বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। রাতেই তার মরদেহ দেখতে ও শ্রদ্ধা জানাতে যান শ্রমিক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন। এ সময় পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে বাসার সামনের রাস্তা থেকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আগে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এ গ্রেপ্তার করা হয়েছে। তার ভাষায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছিলেন আব্দুল্লাহ আল মামুন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, মামুনকে শোক প্রকাশের সময় এভাবে আটকের ঘটনাটি শহরে নানা আলোচনার জন্ম দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি একটি নিয়মিত আইনগত প্রক্রিয়ার অংশ।
মামুন দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।