ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বিদেশি মদসহ কুড়িগ্রামে গ্রেপ্তার ২

বিদেশি মদসহ কুড়িগ্রামে গ্রেপ্তার ২

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার এক চেকপোস্ট থেকে ২০ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে রৌমারী থানা পুলিশ।

শনিবার সকালে রাজিবপুর থানার ১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মাদক চোরাকারবারি মো. রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মাদক চোরাকারবারি মো. জাহিদ হাসান (২০)।

পুলিশ মিডিয়া সেল জানায়, ৯ আগস্ট (শনিবার) সকালে জেলার রাজিবপুর থানার ১ নং রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার এলাকার পুলিশ চেকপোস্টে যানবাহন তল্লাশি চালনার সময় ওই দুই মাদক ব্যবসায়ীকে ২০ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া উইংস অফিসার ও ওসি ডিবি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

বিদেশি মদ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত