ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পীরগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পীরগঞ্জে ৫০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রংপুরের পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আজিজ আকন্দ মহাজন (৬০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার দিবাগত রাতে উপজেলার মিঠিপুর ইউনিয়নের গোবরা কুতুবপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পীরগঞ্জ সেনা ক্যাম্প ও পুলিশ সূত্রে জানা যায়, আজিজ আকন্দ, মহাজন (৬০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় মাদক আইনে ৪টি মামলা রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

পরে গোপন সূত্রে সংবাদ পেয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইষ্ট বেঙ্গল (মেক:) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্তনুযায়ী শনিবার দিবাগত রাতে সেনাবাহিনীর ১৭ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য যৌথ অভিযান চালিয়ে আজিজ আকন্দ মহাজনকে তার নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল, ১টি চাপাতি, নগদ ৫শ’ টাকা ও ইয়াবা সেবনের বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে এবং আজিজ আকন্দকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

ইয়াবা,মাদক ব্যবসায়ী,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত