
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের হাতীবান্ধা হাইওয়ে থানার তিস্তা ব্যারেজ আঞ্চলিক মহাসড়কে বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপ সহ একজন মাদক চোরাকারবারি আটক করেছে।
রোববার (১০ আগস্ট) দুপুরে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম পিকআপ ড্রাইভার মো. আল আমিন বাবু (২৯)।
মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২০০ বোতল ফেনসিডিল, একটি পিকআপসহ একজন মাদক চোরাকারবারি আটক করেছে।
জানা যায়, হাতীবান্ধা হাইওয়ে থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দিবাগত রাতে তিন ঘটিকার সময় (১০ আগস্ট) তিস্তা ব্যারেজের উত্তরপাড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি নীল রঙের কাভার্ড ভ্যান টাইপের ছোট পিকআপ থেকে ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়, সেই সাথে ফেনসিডিল পরিবহনে নিয়োজিত ড্রাইভার আলামিন বাবু-কে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা প্রক্রিয়াধীন আছে। গ্রেপ্তারকৃত আসামীর সাথে গাড়ির মালিকসহ অন্য কেউ মাদক পরিবহনের নিয়োজিত আছে কিনা এ বিষয়ে তদন্ত চলমান আছে।
এ প্রসঙ্গে রংপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, হাইওয়ে পুলিশ সীমান্তবর্তী থানা সমূহে মাদকবিরোধী অভিযান আরো জোরদার করবে এবং প্রয়োজন অনুযায়ী রাতে চেকপোস্ট স্থাপন করবে। তিনি মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।