
রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. মিজানকে আটক করেছে পুলিশ।
সোমবার (১১ আগস্ট) দিনগত রাতে শহরের বনরূপা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন। তিনি জানান, মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ও ভিসা সংগ্রহ করে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পূর্ব মুহূর্ত পর্যন্ত মিজান পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। তার মোবাইল ফোন পর্যালোচনা করে এ সংক্রান্ত প্রমাণও পাওয়া গেছে।
এছাড়া মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্ত করছে পুলিশ। তার আয়ের উৎস নিয়েও খোঁজখবর নিচ্ছে অন্য একটি সংস্থা। আটক মিজান নিয়মিতভাবে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ রাখতেন বলে দাবি পুলিশের।