ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাঁদপুরে মাদক ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২

চাঁদপুরে মাদক ব্যবসায়ীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, আটক ২

ঢাকা ও গাজীপুরের দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ চাঁদপুর স্ট্যান্ড রোডে তাজমহল হোটেলে আটকে রেখে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে সংঘবদ্ধ একটি চক্র। অবশেষে পুলিশ ও ডিবি পুলিশের ভয় দেখিয়ে মুক্তিপণের টাকা নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয় তারা।

এই ঘটনায় চাঁদপুর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাজমহল হোটেলের একটি কক্ষ থেকে আরিফ হোসেন ও তার সহযোগী রাসেল হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

পুলিশের হাতে আটক হওয়া আরিফ হোসেন লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া এলাকার আলী গাজীর ছেলে ও তার সহযোগী রাসেল হোসেন একই এলাকার আব্দুর রহমানের ছেলে।

এ ঘটনায় চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলআমিন বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দয়ের করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) দুপুরে আটককৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়। অবশেষে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন।

পুলিশ জানিয়েছেন, আটক আরিফ হোসেন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। এছাড়াও অভিযোগ উঠেছে, আরিফ হোসেন বহিরাগত বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সাধারণ মানুষদের তুলে এনে হোটেলের কক্ষে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। চাঁদাবাজ আরিফের রয়েছে সংঘবদ্ধ একটি চক্র। সে কোড়ালিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে অপকর্ম চালিয়ে যান। অনেক অসহায় মানুষদের মাদক দিয়ে ফাঁসিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে আরিফ হোসেনের বিরুদ্ধে।

ঢাকা ও গাজীপুরের দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে ইয়াবা ক্রয় করার কথা বলে তাদেরকে চাঁদপুরে এনে তাজমহল হোটেলের একটি কক্ষে আটকে রাখে। আরিফ হোসেন ও তার চক্র ইয়াবার চালান আত্মসাৎ করে তাদের কাছ থেকে মুক্তিপণ দেওয়া কথা বলে টাকা হাতিয়ে নেয়। এই সংবাদ পুলিশের কাছে চলে আসলে যৌথ অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ জানায়, এ ঘটনায় যারা জড়িত রয়েছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাদক ব্যবসায়ী,মুক্তিপণ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত