
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।
বুধবার (১৩ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— সাটুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (আতা) (৫৫), দরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আ. সোবাহান (৬০), আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইয়াকুব আলী (৫৫)।
জানা গেছে, আতাউর রহমান আতা সাটুরিয়া ইউনিয়নের ঘিওর গ্রামের মৃত মহল উদ্দিনের ছেলে। আ. সোবহান দরগ্রাম ইউনিয়নের রৌহা গ্রামের মৃত মোজাফফর হোসেনের ছেলে। ইয়াকুব আলী দরগ্রাম ইউনিয়নের তেঘুরী গ্রামের মৃত আ.আলীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় আতাউর রহমান, দরগ্রাম স্কুলে আগুন ও ভাঙচুর মামলায় আ. সোবহান, ইয়াকুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।