
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া এলাকা থেকে এক কেজি গাঁজা সহ ইমরান হোসেন (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার সময় তাকে আটক করা হয়।
আটককৃত ইমরান দর্শনা থানাধীন আকুন্দবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এস আই আশিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের পাকা রাস্তা থেকে ইমরান হোসেনকে আটক করে। তার দেহ তল্লাশি করে ১ কেজি গাজা উদ্ধার করা হয়। পরে ডিবি পুলিশ ইমরানকে দর্শনা থানায় হস্তান্তর করে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামি ইমরানকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।