ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ ৩ যুবককে আটক

মুন্সীগঞ্জে ১২ বোতল বিদেশি মদসহ ৩ যুবককে আটক

মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠে পশ্চিম মুক্তারপুর এলাকা থেকে ১২ বোতল বিদেশি মদসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে পশ্চিম মুক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করে ওই তিনজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— পশ্চিম মুক্তারপুর এলাকার তামজীদ বেপারী (২৪), সেলিম মাতবর (২৯) ও মাহবুব হাছান (২৯)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মুহাম্মদ কাজী হুমায়ুন রশিদ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মুক্তারপুর এলাকার হুমায়ন কবিরের চায়ের দোকানের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় অভিযুক্ত তামজীদ বেপারী ও সেলিম মাতবরকে তল্লাশিকালে ২ লিটার বিদেশী মদ ও তাদের দেয়া তথ্যমতে রাত আনুমানিক সোয়া ১টার দিকে অপর অভিযুক্ত মাহবুব হাছানের (২৯) বসতঘর এর ওয়ারড্রবের ভিতর একটি কাপড়ের ব্যাগের মধ্যে রক্ষিত অবস্থায় ১০ লিটার বিদেশী মদ জব্দ করা হয়।

তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় মামলা রুজু করা হবে।

বিদেশি মদ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত