ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলংগা থানার রাধানগর এলাকায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইঞ্জেকশনসহ মাদককারবারি ফিরোজুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

গ্রেপ্তার ফিরোজুল সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোডস্থ মৃত ফজলুর রহমানের ছেলে।

সিরাজগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে উল্লেখিত স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৯০ পিস বুপ্রেনরফিনযুক্ত কুপেনজেশিক ইঞ্জেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

বুপ্রেনরফিন,ইঞ্জেকশন,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত