ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরের নিখোঁজ ৫ জন যশোর থেকে উদ্ধার

জীবননগরের নিখোঁজ ৫ জন যশোর থেকে উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্তবর্তী গোয়ালপাড়া গ্রাম থেকে পাঁচজন নিখোঁজ হওয়ার ২৩ দিন পর যশোর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ নভেম্বর) ভোরে যশোর ঝিকরগাছা হাজিরবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউলের তালাবদ্ধ গোডাউন থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন— জীবননগর উপজেলার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে স্বপন (৪০), আতিয়ার রহমানের ছেলে আবুল হোসেন (৩০), আনার (৫২), তার ছেলে সফি (২৭) এবং শওকত আলীর ছেলে হাসান আলী (২৮)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে চুয়াডাঙ্গা পুলিশ সুপার গোলাম মাওলা নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু জামাল নাসের এর নেতৃত্বে জেলা পুলিশ সাইবার ক্রাইম অপরাধ প্রতিরোধ দল, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও জীবননগর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ঝিকরগাছা থানার সহযোগিতায় যশোর জেলার ঝিকরগাছা উপজেলার হাজিরবাদ ইউনিয়নের কুল্লা গ্রামের একটি তালাবদ্ধ গোডাউন থেকে তাদেরকে উদ্ধার করে।

উল্লেখ্য, উপজেলার গোয়ালপাড়া গ্রামের পাঁচ কেজি স্বর্ণের চালান লোপাট হওয়াকে কেন্দ্র করে স্বর্ণ চোরাচালানিদের মধ্যে একটি ঝামেলা তৈরি হয়, এরই ধারাবাহিকতায় গত ১৩ অক্টোবর ও ১৪ অক্টোবর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে স্বপন, আবুল হোসেন, আনার, শফি এবং হাসান নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে গত ২১ অক্টোবর শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আসামিরা হলেন— আব্দুল মজিদ (৪০), আব্দুস সামাদ (৪৫), বিপ্লব হোসেন (৫০), লালন মন্ডল (৪২), শাহিন উদ্দিন (৩২) ও মিজানুর রহমান (৩০)।

নিখোঁজের ২২ দিন পর পুলিশ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার হরিয়ান নগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আমিনুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মুন্নাফের ছেলে আমিনুল ইসলাম (৩৭)-কে নিজ বাড়ি থেকে জীবননগর থানা পুলিশ আটক করে। তাদের দেওয়ার তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার আবু জামাল নাছের এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম যশোর ঝিকরগাছা থানা পুলিশের সহযোগিতায় কুল্লা গ্রামের একটি খামারের তালাবদ্ধ গোডাউন থেকে তাদেরকে উদ্ধার করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস নিখোঁজ পাঁচজনের উদ্ধারের ঘটনাটি নিশ্চিত করেছে।

তিনি আরো জানান, দোষীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চালাচ্ছি।

জীবননগর,নিখোঁজ,যশোর,উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত