ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কক্সবাজারে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক

কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূলে বসত ঘর থেকে ৪০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিল সহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তাককূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

আটক মো. ফরিদুল আলম (৪৯) একই এলাকার মৃত ছব্বির আহমদের ছেলে।

আ. ম. ফারুক বলেন, মঙ্গলবার ভোররাতে কক্সবাজার সদরের পশ্চিম মুক্তারকূল এলাকায় এক ব্যক্তির বসত ঘরে মাদকের বড় একটি চালান মজুদের খবর পায় র‌্যাব। পরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে এক ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে একটি ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং চারটি কার্টন থেকে ৪০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় আটক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি। মাদক ব্যবসায় জড়িত অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।

কক্সবাজার,গাঁজা,ফেন্সিডিল,মাদক কারবারি,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত