
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযানে গিয়ে পুলিশের এক এসআইকে একা পেয়ে কুপিয়েছে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ম্যাইড়া সংলগ্ন এলাকা জুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই পুলিশ সদস্যের নাম নুর ইসলাম। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএনএম ওয়াসিম ফিরোজ জানান, আমনুরা বাইপাস সড়কের জুমারপাড়া এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা চলছে বলে ৯৯৯ হটলাইনে পুলিশকে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। খবর পেয়ে আমনুরা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নুর ইসলাম এবং ওই এলাকার চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। নুর ইসলাম অন্যান্য সদস্যদের আগে একাই ঘটনাস্থলে পৌঁছে যান। এই সুযোগে ওৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা তাকে একা পেয়ে হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র (দা) দিয়ে ওই পুলিশ সদস্যের হাত ও পায়ে এলোপাতাড়ি কোপ দেয়।
তিনি আরও বলেন, অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা নিশ্চিত করেছেন যে আহত এসআই নুর ইসলাম বর্তমানে শঙ্কামুক্ত। এই হামলার ঘটনার পর অভিযুক্ত ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।