ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জ সদরে অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি আশিষ কুমার সাঁজোয়াল দর্পনকে (২২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দর্পন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার পূর্ব বেজগ্রামের প্রদীপ কুমারের ছেলে।

ওসি (ডিবি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের দিক নির্দেশনায় বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের একটি দল উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এ অবৈধ মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,গাঁজা,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত