ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গা সীমান্তে থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে থেকে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির একদল বিজিবি হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্ত পিলার ৭১/২-এস হতে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির একদল বিজিবি বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে সীমান্ত পিলার ৭৪/এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালপাড়ার মাঠে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে চার কেজি গাঁজা। অভিযানে নেতৃত্বে দেন নায়েক সেলিম রায়হান।

চুয়াডাঙ্গা,সীমান্তে,গাঁজা,ফেন্সিডিল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত