
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ি গ্রামে মাত্র এক হাজার টাকার জন্য তাঁত শ্রমিক যুবক শুভকে (২০) পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে নিহতের বাবা সাইফুল মোল্লা বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।
বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই যুবক বেশ কিছুদিন আগে একই গ্রামের শাহীনের কাছ থেকে ১ হাজার টাকা ধার নিয়েছিল। এ টাকা ফেরত দেওয়ার জন্য তাকে একাধিকবার তাগিদ দেওয়া হয়। এক পর্যায়ে মঙ্গলবার সকালে তামাই গ্রামের তাঁত কারখানায় শাহীন ও তার কয়েকজন বন্ধু যায় এবং কাজ করা অবস্থায় ওই যুবককে ডেকে নিয়ে বেধরক পেটায়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। আহত যুবককে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে শুভ মারা যায়। ময়নাতদন্তের পর তার লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। ইতিমধোই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করেন ওসি।