ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

সিরাজদিখানে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন বালুচর ইউনিয়নের চান্দেরচর গ্রামে কুয়েত প্রবাসীর বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গেছে।

শনিবার দিবাগত আনুমানিক রাত ২টার দিকে প্রবাসী আল আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার হয়েছে। এতে ১০-১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দলকে বাড়িটিতে প্রবেশ করতে দেখা যায়।

বাড়িতে থাকা প্রবাসীর পিতা আব্দুর রাজ্জাক অভিযোগ করে জানান, ১২ থেকে ১৫ জনের অজ্ঞাতনামা, মুখোশ পরিহিত ডাকাত দল নৌপথে ট্রলারযোগে আসে। তারা বাড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাত দল আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন করে এবং ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা লুটের কাজ সম্পন্ন করে। এসময় বাড়ি থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং ২টি মোবাইল সেট নিয়ে যায়। লুট হওয়া সামগ্রীর আনুমানিক মোট মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে।

সিরাজদিখান,প্রবাসী,ডাকাতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত