ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় ককটেল ও মাদকসহ আটক ১

চুয়াডাঙ্গায় ককটেল ও মাদকসহ আটক ১

চুয়াডাঙ্গা সদর উপজেলায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ১৫টি ককটেল বোমা ও ২৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট-সহ এরিন বাদশা (৪০) নামে একজনকে আটক করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার নূরনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত এরিন বাদশা উপজেলার নূরনগর গ্রামের সুলতান মিয়ার ছেলে।

যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার ভোরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের বি এ -১০৯৪৯ ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ বাহিনীর একটি টিম সদর উপজেলার নূরনগর গ্রামের সুলতানের বাড়িতে অভিযান চালিয়ে তার ছেলে এরিন বাদশাকে আটক করে। তার বাড়ি তল্লাশি করে ২৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং তার বাড়ির পাশ থেকে ১৫টি ককটেল বোমা উদ্ধার করে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত এরিন বাদশার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাকে দুপুরে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

চুয়াডাঙ্গা,ককটেল,মাদক,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত