ঢাকা সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ফের এলপিজি গ্যাসের দাম বাড়ালো বিইআরসি

ফের এলপিজি গ্যাসের দাম বাড়ালো বিইআরসি

চলতি জানুয়ারিতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে নতুন এই দর ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি জানান, সন্ধ্যা থেকেই নতুন দাম কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান বলেন, জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম আগের ১ হাজার ২৫৩ টাকা থেকে ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসেও দেশে এলপিজির দাম বাড়ানো হয়েছিল। গত ২ ডিসেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮ টাকা বাড়িয়ে ১ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করেছিল।

বিইআরসি,গ্যাসের দাম বাড়ালো,এলপিজি গ্যাসের দাম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত