ঢাকা শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

এলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের

এলপিজির ভ্যাট কমানোর সুপারিশ জ্বালানি মন্ত্রণালয়ের
ছবি: সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং আগাম কর প্রত্যাহারের সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো এক চিঠিতে মন্ত্রণালয় এসব সুপারিশ জানায়।

চিঠিতে বলা হয়, বর্তমানে এলপিজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট আরোপ রয়েছে, যা কমিয়ে ১০ শতাংশের নিচে নামানোর প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় উৎপাদন পর্যায়ে আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট, ব্যবসায়ী পর্যায়ের ভ্যাট এবং আগাম কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশে এলপিজির মোট চাহিদার প্রায় ৯৮ শতাংশ বেসরকারি খাতের মাধ্যমে আমদানিনির্ভর। এই গ্যাস শিল্পখাত ও গৃহস্থালি উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত হয়। শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে এবং দেশের অভ্যন্তরে সরবরাহ কমে যাওয়ায় সাধারণত এলপিজির দাম বেড়ে যায়। একই সময়ে পাইপলাইনের গ্যাস সরবরাহ সীমিত থাকায় এলপিজির ওপর নির্ভরতা আরও বাড়ে।

চিঠিতে উল্লেখ করা হয়, এসব কারণেই বর্তমানে বাজারে এলপিজির তীব্র সংকট দেখা দিয়েছে, যা জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।

এতে আরও বলা হয়, গত ১৮ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এলপিজি আমদানিতে ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করে ১০ শতাংশ ভ্যাট আরোপ এবং উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতির প্রস্তাব দেয়। এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)-এর নেতাদের সঙ্গে আলোচনা করে গৃহীত সিদ্ধান্তের আলোকে এনবিআরকে এই সুপারিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, কমিশন বৃদ্ধি, জরিমানা বন্ধসহ ৬ দফা দাবিতে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে সিলিন্ডার বিক্রি ও সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা।

খুচরা বাজারেও এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেলগুলো বিকল্প ব্যবস্থায় রান্না চালালেও বহু বাসাবাড়িতে চুলা জ্বলছে না। এতে একপ্রকার জিম্মি অবস্থায় পড়েছেন সাধারণ ভোক্তারা।

এলপিজি,গ্যাস,বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,ভ্যাট,এনবিআর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত