অনলাইন সংস্করণ
২১:১৭, ০৮ জানুয়ারি, ২০২৬
আন্তর্জাতিক বাজারে বৃহস্পতিবার স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মসংস্থান প্রতিবেদনের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের প্রতি আগ্রহ কিছুটা কমে গেছে। এর আগে বুধবারও স্বর্ণের দামে এক দফা পতন দেখা যায়।
বাজার তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৪২৩.২০ ডলারে নেমেছে। বিশ্ব সময় অনুযায়ী সকাল ৫টা ৩৯ মিনিট পর্যন্ত এই দর দেখা গেছে।
একই সময়ে ফেব্রুয়ারি ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০.৭ শতাংশ কমে প্রতি আউন্সে ৪,৪৩২.০০ ডলারে লেনদেন হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বিশ্লেষকদের বরাতে বলা হয়েছে, ডলারের মান শক্ত হলে অন্যান্য মুদ্রায় স্বর্ণের দাম বেড়ে যায়। এতে আন্তর্জাতিক ক্রেতাদের জন্য স্বর্ণ তুলনামূলকভাবে কম আকর্ষণীয় হয়ে পড়ে এবং এর ফলে স্বর্ণের চাহিদা হ্রাস পায়।
এদিকে বাজারের দৃষ্টি এখন যুক্তরাষ্ট্রের আসন্ন কর্মসংস্থান প্রতিবেদনের দিকে। এই প্রতিবেদন ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নিতে পারে, সে বিষয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিতে পারে।
সাধারণত সুদের হার কমার সম্ভাবনা থাকলে স্বর্ণের দাম বাড়ে। তবে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের আগে বড় ধরনের বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকছেন বিনিয়োগকারীরা।
বিশ্ব রাজনীতিতে অনিশ্চয়তা এবং ভেনেজুয়েলার পরিস্থিতি ঘিরে উত্তেজনা থাকলেও বাজার পর্যবেক্ষকদের মতে, তাৎক্ষণিকভাবে ডলারের শক্ত অবস্থানই স্বর্ণের দামের ওপর বেশি প্রভাব ফেলছে।
আগামী দিনে মার্কিন অর্থনৈতিক তথ্য এবং ফেডারেল রিজার্ভের নীতিগত ইঙ্গিতের ওপর ভিত্তি করেই স্বর্ণবাজারের দিকনির্দেশনা স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।