৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে পাঁচ শতাধিক প্রার্থীকে একই ক্যাডারে দুইবার সুপারিশ (রিপিট ক্যাডার) করা হয়েছে। এতে করে অনেকে মৌখিক পরীক্ষায় পাস করলেও ক্যাডার পদে সুপারিশ পাননি। আবার একই ক্যাডারে সুপারিশপ্রাপ্তরাও ভালো অবস্থানে যেতে না পারায় হতাশ হয়েছেন। এ অবস্থায় রিপিট ক্যাডার বা একই ক্যাডারে দুইবার সুপারিশ ঠেকানোর উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
এখন থেকে মৌখিক পরীক্ষার আগে প্রার্থীরা পুনরায় চয়েজ ফর্ম (পছন্দক্রম পরিবর্তন) পূরণের সুযোগ পাবেন। আগামী ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা থেকে এ নিয়ম চালু করা হবে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যায় পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৮ জুলাই অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষার প্রার্থীদের জানানো যাচ্ছে যে, মৌখিক পরীক্ষার বোর্ডে একটি ‘ক্যাডার পছন্দক্রম পরিবর্তন ফর্ম’ পূরণ করে জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার দিন পরীক্ষা শুরুর আগে প্রত্যেক প্রার্থীকে ওই ফর্ম সরবরাহ করা হবে এবং প্রার্থীকে তাৎক্ষণিকভাবে ফর্মটি পূরণ করে সাক্ষাৎকার বোর্ডে জমা দিতে হবে।
এতে আরও বলা হয়, প্রার্থী আবেদনের সময় যে পছন্দক্রম দিয়েছিলেন, তা বহাল রাখতে পারবেন কিংবা চাইলে পরিবর্তন করতে পারবেন।
আবা/এসআর/২৫