ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকছে না ‘সহকারী শিক্ষক’ পদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকছে না ‘সহকারী শিক্ষক’ পদ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ পদটি আর থাকছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই পদের নাম হবে শুধু ‘শিক্ষক’।

সম্প্রতি মন্ত্রণালয়ের উপসচিব মো. শামছুল আরিফের সই করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এসব পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, এখন থেকে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার এন্ট্রি পদ ‘সহকারী শিক্ষক’ না হয়ে শুধুই ‘শিক্ষক’ নামে পরিচিত হবে। এতে দেশের মোট ৩ লাখ ৬২ হাজার ৪১৮টি পদে এই পরিবর্তন প্রযোজ্য হবে।

মন্ত্রণালয়ের ভাষ্য, মাঠপর্যায়ে শিক্ষক ও কর্মকর্তারা বাস্তবে যে দায়িত্ব পালন করছেন, নতুন নামগুলো সেটার সঙ্গে সঙ্গতিপূর্ণ। একই সঙ্গে নামগুলোকে আরও সরল, আধুনিক ও দায়িত্ব-কেন্দ্রিক করে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত।

শুধু সহকারী শিক্ষকই নয়, আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে। এগুলো হলো —সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যা এখন থেকে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, অর্থ কর্মকর্তা, যা এখন থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী মনিটরিং অফিসার, যা এখন থেকে প্রশাসনিক কর্মকর্তা, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক, যা এখন থেকে সহকারী ইনস্ট্রাক্টর (পরীক্ষণ বিদ্যালয়) হিসেবে পরিচিত হবে।

বিশেষ করে পরীক্ষণ বিদ্যালয়গুলোর ক্ষেত্রেও এই রদবদল গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশে ৩৩৫টি পরীক্ষণ বিদ্যালয় রয়েছে, যেখানে শিক্ষকরা এখন থেকে ‘সহকারী ইনস্ট্রাক্টর’ হিসেবে পরিচিত হবেন।

আবা/এসআর/২৫

প্রাথমিক বিদ্যালয়,সহকারী শিক্ষক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত