ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ইবি গ্রিন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ

ইবি গ্রিন ভয়েসের পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ

মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা গ্রীন ভয়েস। বিদ্যালয়টির শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে এবং শিক্ষার্থীদের মাঝে গাছ উপহার দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) এ সকল কর্মসূচি পালন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন, সাধারণ সম্পাদক মিলন রানাসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিরুল ইসলাম বলেন, 'গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের গাছ উপহার দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইন করা হয়। আমাদের প্রত্যেকের উচিত পরিবেশ সচেতন হওয়া। তোমরা যারা আজকে গ্রীন ভয়েস থেকে এসেছ তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।'

সংগঠনটির সাধারণ সম্পাদক মিলন রানা বলেন, 'এই কর্মসূচির মাধ্যমে আমরা শিশুদের মাঝে গাছ লাগানো ও পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তোলার চেষ্টা করেছি। একটি গাছ শুধু ছায়া দেয় না, দেয় ভবিষ্যতের আশা। আমরা সবুজ বাংলাদেশের স্বপ্ন নিয়েই কাজ করছি। আমরা বিশ্বাস করি—প্রত্যেকটি গাছ মানে একটি প্রাণ, একটি আশা। একটি ছোট্ট চারা আজ যদি সঠিকভাবে পরিচর্যা পায়, আগামী দিনে সে আমাদের পরিবেশের রক্ষাকবচ হয়ে দাঁড়াবে।'

গ্রীন ভয়েস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইমতিয়াজ আহাম্মেদ ইমন বলেন, 'আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, যখন জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বনভূমি ধ্বংস আমাদের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে। এই প্রেক্ষাপটে একটি গাছ রোপণ করা মানে শুধু একটি চারা লাগানো নয়, এটি হলো ভবিষ্যতের জন্য একটি আশা রোপণ করা। তাই আমরা মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন ও গাছ উপহার দিয়ে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করছি। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি এখন থেকেই পরিবেশ সচেতন করা যায় তবে আমরা পরিবেশ দূষণ থেকে অনেকটাই রক্ষা পাব। একটি গাছ কেবল একজন মানুষ নয়, একটি সমাজ, একটি জাতি এবং একটি প্রজন্মের উপকারে আসে। আজকের এই কর্মসূচির মাধ্যমে আমরা শিক্ষার্থীদের একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে পেরেছি — “সবুজ বাঁচলে, বাঁচবে দেশ।'

ইবি,গ্রিন ভয়েস,বৃক্ষরোপণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত