ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ-র মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজনৈতিক সংগঠনগুলো।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়।
সাজিদ আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।
একই ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটির সদস্য রাফিজ আহমেদের স্বাক্ষরিত শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন সংগঠনটির আহ্বায়ক ও সদস্য সচিব।
এছাড়াও এ ঘটনায় শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির। সংগঠনটির প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামজার স্বাক্ষরিত শোক বার্তায় এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান সংগঠনের সভাপতি ও সেক্রেটারি।
সাজিদ আব্দুল্লাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। সংগঠনের দপ্তর সম্পাদক মনির স্বাক্ষরিত শোক বার্তায় ঘটনার সুষ্ঠু তদন্তের জোর দাবি জানান সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক।