ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে এই গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, সাজিদ আব্দুল্লাহর এমন অকাল মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। তাদের দাবি, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এবং এ বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
তারা আরও জানান, ‘আমরা এই মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে প্রয়োজনে আন্দোলন চালিয়ে যাব। রহস্যজনক এই মৃত্যু যতক্ষণ না নিরপেক্ষভাবে উদঘাটিত হচ্ছে, ততক্ষণ আমরা আন্দোলন থেকে সরে আসবো না।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার (১৮ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি ঘাটাইল, টাঙ্গাইল-এ দাফন সম্পন্ন হয়।