অনলাইন সংস্করণ
১৮:১৯, ২৩ জুলাই, ২০২৫
গত ২২ ও ২৪শে জুলাইয়ের স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা একই দিনে নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
শিক্ষা উপদেষ্টা বলেন, স্থগিত পরীক্ষার নতুন তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।
তবে পরীক্ষাটি কবে নেওয়া হবে সে বিষয়ে কিছু জানাননি তিনি।
উল্লেখ্য, রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪শে জুলাইয়ের এইচএসএসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।