ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

HEAT রিভিউ ব্যবস্থাপনার নামে অর্থ অপচয়: ইবিতে সংবাদ সম্মেলন

HEAT রিভিউ ব্যবস্থাপনার নামে অর্থ অপচয়: ইবিতে সংবাদ সম্মেলন

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত হাইয়ার এডুকেশন একসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পে ব্যবস্থাপনার নামে অর্থ অপচয়ের অভিযোগ তুলেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাধিক শিক্ষক।

রোববার (১০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও প্রকৌশল অনুষদের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তারা।

লিখিত বক্তব্য পাঠ করেন অধ্যাপক ড. মোহা. মিজানুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. গোলাম মাওলা, অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান, অধ্যাপক ড. এ.টি.এম. মিজানুর রহমান, অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম ও ড. মুহা. শরিফুল ইসলাম।

এসময় তারা অভিযোগ তুলে বলেন, কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ আওয়ামী-বাম ঘরনার শিক্ষকদের কিছু টাকা উপার্জন করিয়ে দেবার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে প্রজেক্টগুলো রিভিউ করিয়েছে। অনেক ক্ষেত্রে জাস্ট একটি ফোন কলে ঢাকায় ডেকে নিয়ে প্রজেক্ট গুলো রিভিউ করিয়েছে। এমন অনেকের নাম জানা গেছে যাদেরকে ২০টি প্রজেক্ট রিভিউ করতে দিয়েছিল। আবার অনেককে তাদের পরিচিত জনের প্রজেক্ট রিভিউ করতে দিয়েছিল। রিভিউয়ারদের গবেষণা প্রোফাইল নয় বরং রাজনৈতিক সংশ্লিষ্টতাই এখানে মুখ্য ছিল।

এসময় তারা আরো বলেন, আমরা আরো জেনেছি যে, যারা চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাজেট জাস্টিফিকেশনের সময় তাদেরকে বলা হয়েছে, প্রজেক্টের অনুমোদিত বাজেট থেকে ১০-১৫% টাকা যেন প্রকিউরমেন্ট এবং সামগ্রিক প্রজেক্ট ব্যবস্থাপনার জন্য HEAT তথা UGC-তে কর্মরতদের জন্য অবশাই বরাদ্দ রাখতে হবে। এটা প্রজেক্ট জমাদানের সময় HEAT ম্যানুয়ালে উল্লিখিত ছিল না। এখান থেকে বোঝা যায় যে তারা বৈধ এবং অবৈধ বিভিন্ন উপায়ে HEAT প্রজেক্টের টাকা হাতিয়ে নেয়ার ষড়যন্ত্রে লিপ্ত।

HEAT,রিভিউ ব্যবস্থাপনা,ইবি,সংবাদ সম্মেলন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত