ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

মঙ্গলবার (১২ আগস্ট) রাকসু প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম।

প্যানেলে ভিপি পদে মনোনীত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ।

এছাড়া প্যানেলে রয়েছেন জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, মাহবুব আলম, কাজিউল ইসলাম ও হাবিবুর রহমান।

সংবাদ সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতির অংশ হিসেবে প্যানেল ঘোষণা করছি। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আমরা আলোচনার সুযোগ রাখছি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা দীর্ঘদিনের নেতৃত্ব শূন্যতা কাটিয়ে নির্বাচিত প্রতিনিধি পাবে। তিনি পেশিশক্তি ও আধিপত্যমুক্ত নির্বাচন এবং স্বচ্ছতা বজায় রাখতে ভোটকেন্দ্র হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থাপনের দাবি জানান।

তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে শতভাগ আবাসন সুবিধা ও মান উন্নয়ন, রেজিস্ট্রার অফিস ডিজিটালাইজেশন, নিরাপদ ও বৈষম্যহীন শিক্ষার পরিবেশ, গবেষণা ও ল্যাব সুবিধা বৃদ্ধি, হলে ও ক্যান্টিনে খাবারের মান উন্নয়ন, দুর্নীতি ও হয়রানি রোধে অভিযোগ সেল গঠন, মেডিকেল সেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ এবং সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা হবে।

পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা,ইসলামী ছাত্র আন্দোলন,রাকসু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত