ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবি উপাচার্যের আশ্বাসে সরে দাঁড়ালেন অনশনরত ২ শিক্ষার্থী

বেরোবি উপাচার্যের আশ্বাসে সরে দাঁড়ালেন অনশনরত ২ শিক্ষার্থী

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) আইনে ছাত্র সংসদ নির্বাচন সংযুক্ত করে দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে থাকা দুই শিক্ষার্থী অবশেষে অনশন ভেঙেছেন। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপাচার্যের আশ্বাস পাওয়ার পর তারা আন্দোলন থেকে সরে দাঁড়ান।

অনশন ভাঙা শিক্ষার্থীরা হলেন ব্যবস্থাপনা বিভাগের শিবলি সাদিক এবং সমাজবিজ্ঞান বিভাগের মুশফিকুর রহমান।

শিবলী সাদিক বলেন, ‘যেহেতু দাবি মানতে ভিসি স্যার ১০ দিনের সময় চেয়েছেন এবং লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছেন, তাই আপাতত অনশন ভাঙছি। তবে ১০ দিনের মধ্যে দাবি মানা না হলে আবারও আন্দোলনে নামব।’ তিনি আরও বলেন, ‘আমি ২০২৩ সাল থেকে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত। কিন্তু এখানে রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি, বরং ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের অংশ হয়েছি।’

অন্য শিক্ষার্থী মুশফিকুর রহমান বলেন, ‘অনশনে থেকেও ক্লাস পরীক্ষা দিয়েছি। ৩০ ঘণ্টার বেশি সময় ধরে ছাত্রদের অধিকার আদায়ের জন্য অনশন করেছি। ভিসি স্যারের পক্ষ থেকে ১০ দিনের যে সময় চাওয়া হয়েছে, তা আমাদের কাছে আশাব্যঞ্জক মনে হয়েছে। এজন্য আপাতত আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছি।’

এদিকে অনশন চালিয়ে যাওয়া অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

এর আগে এদিন বিকেলে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকাত আলী।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পক্ষ থেকে ছাত্র সংসদের গঠনতন্ত্র ও সংবিধি প্রণয়নের কাজ আগামী ১০ দিনের মধ্যে করার আশ্বাস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহ থেকে আমি দায়িত্ব নিয়ে কাজ শুরু করব। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ ছাত্র সংসদ অক্টোবরের মধ্যে সম্পন্ন করা হবে। অক্টোবরের পরে সবার সঙ্গে আলোচনা করে আমাদের দাবি ও প্রত্যাশা পূরণ করা হবে।’

অনশনরত ২ শিক্ষার্থী,উপাচার্যের আশ্বাস,বেরোবি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত