ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডাকসু নির্বাচন

মনোনয়নপত্র সংগ্রহে সময় বৃদ্ধির কারণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার

মনোনয়নপত্র সংগ্রহে সময় বৃদ্ধির কারণ জানালেন প্রধান নির্বাচন কমিশনার

কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়নপত্র সংগ্রহের সময় বৃদ্ধি করা হয়েনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য আমরা এক দিন সময় বৃদ্ধি করিনি‌। আপনার দেখেছেন গতকাল শিক্ষার্থীদের উপস্থিতি কেমন ছিল। ডাকসু তাদের অধিকার। সেই অধিকারটুকু যেন শিক্ষার্থীরা ভালোভাবে ভোগ করতে পারে সেজন্যই আমরা একদিন বাড়িয়েছি।

তিনি জানান, শেষ দিনে এখন পর্যন্ত ডাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছে ২১ জন, মোট সংগ্রহ করেছে ৫৮১ জন। সেই সাথে জমা দিয়েছে ২১ জন।

ডাকসু নির্বাচন,প্রধান নির্বাচন কমিশনার,অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন,মনোনয়নপত্র,সময় বৃদ্ধি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত