ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মনোনয়ন গ্রহণে ধীরগতি, রাকসু নির্বাচন পিছানো নিয়ে সংশয়

মনোনয়ন গ্রহণে ধীরগতি, রাকসু নির্বাচন পিছানো নিয়ে সংশয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণে মিলছে না কাঙ্ক্ষিত সাড়া। দুই দিনে (২৫ আগস্ট পর্যন্ত) মাত্র ১৫ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তবে শেষ দিনে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে মনোনয়ন সংগ্রহ বাড়বে বলে আশা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি নাসহ ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছে শাখা ছাত্রদল। একইসঙ্গে ছাত্রলীগ নেতাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ দিতে প্রশাসনকে ১০ দিনের আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি।

অন্যদিকে মনোনয়নপত্র গ্রহণ না করলেও নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্যানেল ঘোষণার কথা বললেও এখনো তা বাস্তবায়িত হয়নি। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রাকসু নির্বাচন পেছানোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

মনোনয়ন সংগ্রহ করা প্রথম সিনেট সদস্য প্রার্থী জাকির হোসেন বলেন, “আমি ভোটারদের সামনে ইশতেহারের বোঝা চাপিয়ে দিতে চাই না। শিক্ষার্থীদের জন্য প্রগতিবাদী কণ্ঠস্বর হতে চাই এবং প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে রাখতে চাই। শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসে সমতা নিশ্চিত করাই আমার লক্ষ্য।”

নারী বিষয়ক সম্পাদক পদে মনোনয়ন নেওয়া নিশা আক্তার বলেন, “নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি, হলের ডাইনিংয়ের খাবারের মানোন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।”

রাকসুর চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ড. সেতাউর রহমান বলেন, “প্রথম দিনে শিক্ষক-কর্মকর্তাদের ধর্মঘট এবং আজকে ছাত্রদলের নির্বাচন পেছানোর দাবি থাকায় দ্বিতীয় দিনেও প্রার্থীরা কম মনোনয়ন সংগ্রহ করেছেন। আমাদের কমিশনের বেশ কয়েকজন সদস্য রাজশাহীর বাইরে থাকায় আজ কোনো মিটিং করতে পারিনি। আগামীকাল মিটিং করে আমরা রাকসু পেছানো বা নতুন সিদ্ধান্ত নেব।”

এ বিষয়ে নির্বাচন কমিশনার প্রফেসর ড. এফ নজরুল ইসলাম বলেন, “ব্যাংকের কাজসহ নানা কারণে প্রার্থীদের আসতে দেরি হতে পারে। এছাড়া অনেকের মধ্যে একটি সংশয়ও রয়েছে, এজন্য হয়তো আসছে না। সবাই পর্যবেক্ষণ করছে। তবে আমরা আশা করছি আগামীকাল মনোনয়ন সংগ্রহ বাড়বে।”

সংশয়,রাকসু নির্বাচন পিছানো,মনোনয়ন গ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত