ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

বেরোবির ইলাহী হলে নতুন প্রভোস্ট চান শিক্ষার্থীরা

বেরোবির ইলাহী হলে নতুন প্রভোস্ট চান শিক্ষার্থীরা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলে প্রায় এক মাস ধরে প্রভোস্ট ড. মো. কামরুজ্জামান আসছেন না। শিক্ষার্থীদের দাবি, তিনি হলে দায়িত্বে ফিরতে হবে, নতুবা দ্রুত নতুন প্রভোস্ট নিয়োগ দিতে হবে।

প্রভোস্ট না থাকায় হলে একের পর এক সমস্যা দেখা দিয়েছে। খাবারের নিম্নমান, পানির ফিল্টার নষ্ট থাকা, ওয়াইফাই কাজ না করা—এমন নানা সমস্যার সমাধান হচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিশেষ খাবারের অব্যবস্থাপনার দায়ে ৭ আগস্ট বিকেলে পদত্যাগপত্র জমা দেন প্রভোস্ট কামরুজ্জামান। এরপর থেকে তিনি হলে যাননি।

এ বিষয়ে প্রভোস্ট ড. কামরুজ্জামান বলেন, “আমি হলে আর যাই না। কোনো কাগজে সাক্ষর করি না। আমি পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে প্রশাসন এখনো তা গ্রহণ করেনি।”

তার এমন অবস্থানে ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন, প্রভোস্ট ছাড়া হলে কার্যক্রম অচল হয়ে পড়েছে।

আবাসিক শিক্ষার্থী মো. সাকিব বলেন, “আমাদের ৬ তলার ফিল্টার প্রথম দিন থেকেই নষ্ট। বহুবার অভিযোগ জানিয়েছি, কিন্তু সমাধান হয়নি। আমরা বাধ্য হয়ে ট্যাপের পানি খাচ্ছি।”

আরেক শিক্ষার্থী মমিন বলেন, হয় প্রভোস্ট কাজে ফিরুন, না হয় নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হোক। শত অভিযোগ দিয়েও ওয়াইফাই সমস্যার সমাধান হয় না। অভিভাবকহীন হলে শিক্ষার্থীরা ভোগান্তিতে।

অন্য এক শিক্ষার্থী মো. নয়ন বলেন, ওয়াইফাইয়ের সমস্যা দীর্ঘদিনের। নতুন রাউটার লাগানো হলেও এখনো সংযোগ ঠিক হয়নি। কর্তৃপক্ষ বলছে বিষয়টি তাদের হাতে নেই, ইউজিসি থেকে মেইনটেইন করা হয়। তাহলে আমরা সমাধান পাব না?

তিনি আরও বলেন, ওয়াইফাই সমস্যার পেছনে কোম্পানির গাফিলতি আছে। কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বেরোবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট ভয়াবহ। মাত্র দুইটি ছেলেদের ও একটি মেয়েদের হল রয়েছে। তারপরও অব্যবস্থাপনা, অপরিচ্ছন্নতা আর নিম্নমানের খাবার শিক্ষার্থীদের কষ্ট দিচ্ছে। আমরা জানতে পেরেছি, হল প্রভোস্ট পদত্যাগ করেছেন। এক মাস ধরে তিনি হলে যাচ্ছেন না। তাহলে দ্রুত নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হচ্ছে না কেন? প্রশাসনের হস্তক্ষেপ চাই।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ বলেন, পারিবারিক কারণে হল প্রভোস্ট ছুটিতে ছিলেন। গত সোমবার (২৫ আগস্ট) তিনি রংপুরে ফিরেছেন। এ সময় সহকারী প্রভোস্টরা হলে দায়িত্ব পালন করেছেন।

নতুন প্রভোস্ট,বেরোবির ইলাহী হল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত