
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ২৩ ও ২৪ অক্টোবরে অনুষ্ঠিত হবে IEEE এর Computing, Applications and Systems (COMPAS 2025) বিষয়ক ২য় আন্তর্জাতিক কনফারেন্স।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মেলনের অর্গানাইজিং চেয়ার ও কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম।
সম্মেলনটি আয়োজন করবে IEEE Computer Society Bangladesh Chapter। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগিতায় সম্মেলনটি হোস্ট করবে ইবির কেন্দ্রীয় ল্যাবরেটরি।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
এছাড়াও সম্মেলনে প্রধান আলোচক থাকবেন অস্ট্রেলিয়ার ইডিথ কোও-অ্যান বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক ড. সায়েদ মোহাম্মদ শামসুল ইসলাম, পাকিস্তানের ইন্সটিটিউট অব বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর তারিক রহিম সম্রো, যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফা হোসেন, বুয়েটের সিএসই বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।
এতে বিশ্বের ২৬টি দেশের গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করবেন। ৭৯০টি গবেষণা প্রবন্ধ কঠোর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপনার জন্য পাঠানো হয়, যার মধ্যে ২৬৪টি প্রবন্ধ গৃহীত হয়েছে।
সেশনটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন, অ্যালগরিদম ও কম্পিউটেশনসহ তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে আলোচনার আয়োজন করা হয়েছে।
এ বিষয়ে অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘COMPAS 2025 ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক আয়োজন। এটি শুধু একটি সম্মেলন নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার এক মিলনমেলা। আমরা আশা করি এই আয়োজন ভবিষ্যতে দেশের গবেষণা সংস্কৃতিকে আরও এগিয়ে নেবে। দুই দিনব্যাপী এই সম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা কীনোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন। COMPAS 2025 আয়োজনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করল যে, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে বিশ্বমানের মঞ্চে।’