
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থীদের চাকরির দক্ষতা বৃদ্ধি ও পেশাগত প্রস্তুতি উন্নয়নের লক্ষ্যে ‘Employability Masterclass 2025’ শীর্ষক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গগন হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।
সেমিনারটির আয়োজন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব, বিজনেস ক্লাব এবং রিসার্চ সোসাইটি।
ওয়াসিফুর রহমান, বিজিতা আবৃত্তি ও জান্নাতুল ফুলের সঞ্চালনায় সেমিনারে অতিথি ছিলেন বিজনেস ক্লাবের উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের সভাপতি অধ্যাপক ড. গোলাম মহিউদ্দিন।
এতে মুখ্য আলোচক ছিলেন ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আব্দুল কাইয়ুম, ফিউচারনেশনের টেকনোলজি লিড আমিনুর রশিদ এবং ইয়ুথ এনগেজমেন্ট অফিসার আনজুম আলিফ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি আবু সাইম, বিজনেস ক্লাবের সভাপতি আহমেদ মাসুম রেজা ও রিসার্চ সোসাইটির সভাপতি ত্বকী ওয়াসিফ সহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী।
এসময় মুখ্য আলোচক আব্দুল কাইয়ুম বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে শুধু একাডেমিক জ্ঞানই যথেষ্ট নয়। শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, সমস্যা সমাধান ক্ষমতা, নেতৃত্ব এবং ডিজিটাল সক্ষমতা অর্জন করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনে এখন থেকেই এই প্রস্তুতি শুরু করতে পারলেই ভবিষ্যতে সাফল্য সহজ হবে।
উল্লেখ্য, সেমিনারে মোটিভেশনাল সেশন ও মাস্টারক্লাস শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।