ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় জাককানইবির ৩ শিক্ষার্থীর সাফল্য

জাতিসংঘের আলোকচিত্র প্রতিযোগিতায় জাককানইবির ৩ শিক্ষার্থীর সাফল্য

জাতিসংঘ বাংলাদেশ আয়োজিত “Youth as Catalysts of Change: Peace, Development and the SDGs” শীর্ষক যুব আলোকচিত্র প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) তিন শিক্ষার্থী সেরাদের তালিকায় স্থান অর্জন করেছেন।

এরা হলেন দর্শন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মো. নওসাদ আলী, ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ সাকিবুর রহমান এবং একই বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

জাতিসংঘের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৮০ জন তরুণ আলোকচিত্রীর ৮০টি ছবি নির্বাচিত হয়েছে। ‘Youth as Catalysts of Change’ বা ‘পরিবর্তনের অনুঘটক হিসেবে তরুণ’—এই মূল ভাবনার ওপর ভিত্তি করে প্রতিযোগিতাটি আয়োজন করা হয়, যেখানে তরুণদের চোখে শান্তি, উন্নয়ন ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর প্রতিফলন তুলে ধরা হয়।

গতকাল বুধবার (২৯ অক্টোবর) ঢাকার গুলশানে অবস্থিত জাতিসংঘ ভবনে (UN House) নির্বাচিত ছবিগুলো প্রথমবারের মতো প্রদর্শিত হয়। আজ ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে অনুষ্ঠিত হবে উন্মুক্ত আলোকচিত্র প্রদর্শনী। পরবর্তীতে এসব ছবি জাতিসংঘ বাংলাদেশের ওয়েবসাইটে ডিজিটাল গ্যালারিতেও প্রদর্শিত হবে।

এই প্রতিযোগিতায় অংশ নিতে ১৫ থেকে ২৯ বছর বয়সী বাংলাদেশি বা বাংলাদেশে বসবাসরত তরুণদের আহ্বান জানানো হয়। ছবিগুলোর মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা শান্তি, ন্যায়বিচার, পরিবেশ, সামাজিক পরিবর্তন ও সমতা বিষয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

বিচারক প্যানেলে ছিলেন জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও যুব উপদেষ্টা কমিটির প্রতিনিধি। ছবির গল্প বলার ক্ষমতা, থিমের সঙ্গে সংগতিপূর্ণতা এবং সৃজনশীলতা ছিল মূল্যায়নের প্রধান মানদণ্ড। নির্বাচিত প্রত্যেক অংশগ্রহণকারীকে জাতিসংঘের পক্ষ থেকে সম্মাননাপত্র প্রদান করা হয় এবং তাদের কাজ জাতিসংঘের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবে বলে জানানো হয়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মো. নওসাদ আলী বলেন, “জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক আয়োজনে সেরাদের তালিকায় স্থান পাওয়া আমার জন্য গভীর আনন্দ ও গর্বের বিষয়। এই ছবির মাধ্যমে আমি তরুণদের পরিবর্তনের দূত হিসেবে উপস্থাপন করতে চেয়েছি—যারা ইতিবাচক চিন্তা ও উদ্যোগের মাধ্যমে সমাজে নতুন আলো ছড়াচ্ছে। এই স্বীকৃতি শুধু অনুপ্রেরণাই নয়, বরং আরও দায়িত্বও এনে দিয়েছে—আরও গল্প বলার, আরও পরিবর্তনের ছবি তোলার।”

ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের বলেন, “জাতীয় পর্যায়ে সেরা আলোকচিত্রীদের পাশে নিজের নাম দেখতে পাওয়ার অনুভূতিটা দারুণ। সকলের কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে আরও ভালো কিছু উপহার দিতে পারি।”

জাতিসংঘ বাংলাদেশের এই উদ্যোগ তরুণদের সৃজনশীলতার পাশাপাশি সমাজ পরিবর্তনের ভাবনাকে চিত্রকলার মাধ্যমে বিশ্বমঞ্চে তুলে ধরার এক নতুন দিগন্ত সৃষ্টি করেছে।

৩ শিক্ষার্থীর সাফল্য,জাককানইবি,আলোকচিত্র প্রতিযোগিতা,জাতিসংঘ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত