ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

নজরুল বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হল প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হলো প্রতীকধর্মী নাটক ‘ডেথ নক’।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া হায়দার থিয়েটার ল্যাব-এ নাটকটি প্রদর্শিত হয়। নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষার্থী মো. শাহিন আলম।

নাটকটি মৃত্যুর অনিবার্যতা, সময়ের অনিশ্চয়তা ও মানুষের অস্তিত্ববোধকে কেন্দ্র করে নির্মিত। রহস্যময় এক আগন্তুকের আগমনকে কেন্দ্র করে মানুষের অন্তর্গত ভয়, অপরাধবোধ ও জীবনের শেষপ্রান্তে এসে নিজের সত্তা খুঁজে পাওয়ার প্রয়াস এই থিমেই আবর্তিত হয়েছে নাটকটির মূল বয়ান।

প্রদর্শনী দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্দেশক মো. শাহিন আলম বলেন, “ডেথ নক আমার কাছে শুধু একটি নাটক নয়, এটি এক আত্মসমালোচনার যাত্রা। আমরা প্রতিদিন জীবনের ব্যস্ততায় মৃত্যুর অবশ্যম্ভাবিতাকে ভুলে যাই। এই নাটকের মাধ্যমে আমি দর্শককে সেই অজানা মুহূর্তের সামনে দাঁড় করাতে চেয়েছি, যেখানে জীবন, সময় ও মৃত্যু—তিনটি রেখা এক বিন্দুতে এসে মিলে যায়।”

তিনি আরও বলেন, “আমার সহশিল্পী, দলীয় সদস্য ও দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের ভালোবাসা ও অংশগ্রহণই এই প্রযোজনাকে জীবন্ত করেছে। নাটকটি আমাদের মনে করিয়ে দেয়—প্রত্যেক ‘নক’ হয়তো শেষ নয়, বরং নতুন কোনো উপলব্ধির দরজা খোলার আহ্বান।”

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকরা জানান, এই প্রযোজনার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীলতা, মঞ্চনির্মাণ ও ভাবধারার দিক থেকে নিজেদের দক্ষতা তুলে ধরেছে। তাদের প্রচেষ্টা দেশের নাট্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে বলে তারা আশা প্রকাশ করেন।

নজরুল বিশ্ববিদ্যালয়,নাটক,ডেথ নক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত