ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদে নোবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জুলাই আন্দোলন ও অন্যান্য আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানান এবং আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনায় শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থী।

তিনি আরও বলেন, যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এসময় বক্তারা অবিলম্বে এসব অন্যায় পদায়ন বাতিলের দাবি জানান এবং বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ প্রশাসন গঠনের আহ্বান জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

ছাত্রদলের মানববন্ধন,বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,নোয়াখালী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত