
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ জানান। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রাথমিকভাবে এ ঘটনায় কাউকে সনাক্ত করা যায়নি। এই ঘটনায় একজন পথচারী আহত হয়েছে বলে জানা যায় এবং রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ঘটনায় আহত ব্যক্তির পরিচয় বিস্তারিত জানা যায় যায়নি।
যেখানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে, তার পাশেই সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ফ্যাসিবাদী গুম, খুন ও লুটপাট’ শীর্ষক প্রামাণ্যচিত্র দেখানো হচ্ছিল। বিস্ফোরণের পর সেই অনুষ্ঠান বন্ধ রাখা হয়।
হাতবোমা বিস্ফোরণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। স্যার এ এফ রহমান হল থেকে তারা মিছিল বের করেন।
আবা/এসআর/২৫