ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ডেনমার্কের রাষ্ট্রদূত মনোনীত হলেন ঢাবি ভিসি

ডেনমার্কের রাষ্ট্রদূত মনোনীত হলেন ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) ড. নিয়াজ আহমেদ খানকে ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছে অন্তর্বর্তী সরকার।

শুধু তিনিই নন, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক দূত লামিয়া মোর্শেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুতফে সিদ্দিকী ও তার বোন হুসনা সিদ্দিকীকেও রাষ্ট্রদূত বানাতে চায় বলে জানা গেছে।

এদের মধ্যে ঢাবি ভিসিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া প্রায় শেষ। তাকে গ্রহণের জন্য ইতোমধ্যেই কোপেনহেগেনে একটি চিঠি পাঠিয়েছে সরকার। এখন শুধু ক্লিয়ারেন্স পেতে হবে তাকে। তাহলেই ডেনমার্কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত বনে যাবেন ড. নিয়াজ আহমেদ খান। এই ক্লিয়ারেন্স পেতে ১ থেকে ৩ মাসের মতো সময় লাগতে পারে বলে জানা গেছে।

গত ৫ নভেম্বর বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে যান নিয়াজ আহমেদ খান। সাক্ষাৎ শেষে ডেনমার্কে পরবর্তী রাষ্ট্রদূতের বিষয়ে প্রশ্ন করলে নিয়াজ আহমেদ খান বলেন, ‘এ বিষয়ে কথা বলতে আসিনি।’

এরই মধ্যে নিয়াজ আহমেদ খানের নিয়োগের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ডেনমার্কে তার এগ্রিমো পাঠানো হয়েছে। তারা গ্রহণ করলে তার নিয়োগে কোনো বাধা থাকবে না। ঢাকা এখন তাদের সম্মতির অপেক্ষায় রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩০তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নিয়াজ আহমেদ খান।

আবা/এসআর/২৫

ডেনমার্ক,রাষ্ট্রদূত,ঢাবি ভিসি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত