
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও সরকারি তিতুমীর কলেজের মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে কলেজের শিক্ষার্থীরা তাদের সকল একাডেমিক ফি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা ও এজেন্ট ব্যাংক অথবা অনলাইনে সেলফিন ও এম-ক্যাশের মাধ্যমে জমা দিতে পারবেন।
শনিবার (১৫ নভেম্বর) ব্যাংকের মহাখালী শাখায় এ চুক্তি সম্পন্ন হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা নর্থ জোনপ্রধান এ.কে.এম মাহবুব মোরশেদ-এর উপস্থিতিতে ব্যাংকের মহাখালী শাখাপ্রধান খোন্দকার হাসান আল বান্না এবং সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মজনুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ.এন.এম তাওহিদুল ইসলাম এবং সরকারি তিতুমীর কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এম. আতিকুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।